মাত্র ৯ মাসে পবিত্র কোরআনের হাফেজ ১১ বছরের ইয়াছিন

বাংলা রিডার ডেস্ক:
অবিশ্বাস্য এক কৃতিত্ব অর্জন করেছে মাত্র ১১ বছর বয়সী এক শিশু—চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। সে মাত্র ৯ মাসেই সম্পূর্ণ পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে ইয়াছিনের সম্মানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে ইয়াছিনের মাথায় পাগড়ি পরিয়ে তাকে সম্মাননা জানান।

মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি জানান, “ইয়াছিন মাত্র ৯ মাস আগে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছে। এত অল্প সময়ে হাফেজ হওয়া সত্যিই এক বিরল ঘটনা।” তিনি ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “আশা করি সে ভবিষ্যতে একজন বড় আলেম হয়ে দেশ ও ইসলামের সেবা করবে।”

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে ইয়াছিন জানায়, “আল্লাহর অশেষ রহমতে আমি কোরআনের হাফেজ হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।”

অনুষ্ঠানে মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিনসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ ও গর্বের আবহ। অল্প বয়সে ইয়াছিনের এমন অসাধারণ অর্জন মাদ্রাসা, পরিবার ও পুরো এলাকার জন্য গৌরবের বিষয় হয়ে উঠেছে বলে অতিথিরা মন্তব্য করেন।

বিজ্ঞাপন

Recommended For You