
বাংলা রিডার ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা বা অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলেছি—নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।”
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নেত্রকোণা সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “আমাদের বক্তব্যে কোনো পরিবর্তন আসেনি। কোনো উপদেষ্টাই কখনও বলেননি যে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এবং এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে। যারা ষড়যন্ত্রের চেষ্টা করছে, তারাও নির্বাচনের গতি রোধ করতে পারবে না।”
নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশের কথা তুলে ধরে শফিকুল আলম বলেন, “আমি প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ঘুরছি—মাগুরা, নোয়াখালী, হালুয়াঘাট, ময়মনসিংহসহ অনেক জায়গায় গিয়েছি। সর্বত্র নির্বাচনের উচ্ছ্বাস দেখছি। মাগুরায় এমন বড় মিছিল দেখেছি যে রাস্তায় ১০ মিনিট আটকে ছিলাম।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “চট্টগ্রামে দু-একটি ছোট ঘটনা ঘটেছে, তবে পুলিশের রিপোর্ট অনুযায়ী এখন সার্বিক পরিস্থিতি অনেক উন্নত। নির্বাচনে কোনো অনিশ্চয়তা নেই; সবাই প্রস্তুতি নিচ্ছে।”
নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের সমালোচনা করে তিনি বলেন, “যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা পতিত স্বৈরাচারের দোসর। কেউ হয়তো পূর্বাচলে প্লট পেয়েছেন, কেউ তাদের সময়ে সুবিধা ভোগ করেছেন। এসব মানুষই আজ বিভ্রান্তি ছড়াচ্ছেন।”
বিএনপি ও জামায়াতের সাম্প্রতিক ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানিনি। তবে পত্র-পত্রিকায় দেখেছি, জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা চাই, আগামী ১০০ বছর রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় থাকুক। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধ্যায় শেষ হয়েছে, এখন গণতন্ত্র শক্ত ভিত্তি পেতে চলেছে।”



