
বাংলা রিডার ডেস্ক
মালয়েশিয়া সরকার কলিং ভিসার আওতায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই ভিসার জন্য আবেদন করা যাবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার প্রধান সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যে খবরটি প্রকাশ করেছে।
মন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনিসহ মোট ১৩টি উপখাতে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে। সেবাখাতে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, নিরাপত্তা প্রহরী, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কাজের সুযোগ থাকবে।
নির্মাণ খাতে কর্মী নিয়োগ কেবলমাত্র সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে। উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA)–এর আওতায় নতুন বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে।
এবারের কলিং ভিসা প্রক্রিয়ায় কেবল খাতভিত্তিক স্বীকৃত অফিসিয়াল এজেন্সিগুলো আবেদন করতে পারবে। ব্যক্তিগত এজেন্ট বা নিয়োগকর্তারা সরাসরি আবেদন করতে পারবেন না। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর আবেদনগুলো অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং পরবর্তী ধাপে যৌথ কমিটি।
বর্তমানে মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করার জন্য ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি কর্মীর কোটার অনুমোদন রয়েছে। এই কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এর পর থেকে বিদেশি কর্মী নিয়োগ সীমিত করে তা দেশের মোট শ্রমশক্তির সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
তবে এই নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কতজন কর্মী সুযোগ পাবেন, সে বিষয়ে এখনো মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা গণমাধ্যম কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি।



