সিঙ্গাপুরে হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

বাংলা রিডার ডেস্ক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সংকটাপন্ন অবস্থাতেই গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সে পরিবহনের সময় তার অবস্থার কিছুটা অবনতি হলেও হাসপাতালে ভর্তি করার পর সাময়িকভাবে উন্নতি দেখা যায়। গতকাল মঙ্গলবার সারাদিন এবং আজ বুধবার সকালে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর ফের অবনতির খবর পাওয়া গেছে।

এর আগে অন্তর্বর্তী সরকার ও পরিবারের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে মেডিক্যাল রিপোর্টসহ আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়। তবে যুক্তরাজ্যে পাঠানোর প্রস্তুতির মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি সামনে আসে।

সূত্র মতে, হাদির মাথায় অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তবে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারের উন্নত ব্যবস্থা রয়েছে।

প্রাথমিকভাবে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের কয়েকজন শুভাকাঙ্ক্ষী তাকে ব্রিটেনে নেওয়ার উদ্যোগ নেন। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারও দ্রুত সক্রিয় হয়। আজ সকালে উপদেষ্টা ফওজুল কবির খান, মোস্তফা সরয়ার ফারুকী ও ডা. সায়েদুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাই ওমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণের জন্য হাদির শারীরিক অবস্থা উপযোগী কি না—সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। চিকিৎসকদের সম্মতি ছাড়া তাকে যুক্তরাজ্যে নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর আগে আজ সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানায়, হাদির শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অস্ত্রোপচারের আগে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করা জরুরি। চিকিৎসা সিঙ্গাপুর কিংবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে। ব্রেনকে সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন এবং বর্তমানে মূল লক্ষ্য শরীর ও মস্তিষ্কের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে।

এদিকে হাদির পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছে। তারা বলেছেন, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।’

বিজ্ঞাপন

Recommended For You