
বাংলা রিডার ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ইনশাআল্লাহ, আগামী ২৫ ডিসেম্বর আমি দেশে ফিরে যাবো। দীর্ঘ প্রায় ১৮ বছর আপনাদের সঙ্গে কাজ করেছি।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আজকের আয়োজনটি আমার কাছে দুটি কারণে গুরুত্বপূর্ণ। একদিকে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, অন্যদিকে প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে আপনাদের সঙ্গে কাটানোর পর আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ দেশে ফিরে যাচ্ছি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনের দিনগুলো সহজ হবে না। তবে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে এবং আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
তিনি আরও বলেন, আগামী দুমাসের মধ্যে দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরাও অত্যন্ত জরুরি। আমি কোনো স্বপ্নের জগতে নেই, আমি আছি পরিকল্পনার ভেতর।



