শ্রীলঙ্কায় প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতি

শ্রীলংকার ট্যুরিজম

শ্রীলংকা (Sri Lanka), আদি নাম সিলন যা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ভ্রমণ জগতে বর্তমানে খুব জনপ্রিয় একটি গন্তব্যের নাম। এর প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে। এর প্রধান শহর কলম্বো। শ্রীলঙ্কা চা, কফি, নারিকেল, রাবার উৎপাদন ও রফতানিতে বিখ্যাত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত সমুদ্রসৈকত, ভূদৃশ্য তদুপরী সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে সারা পৃথিবীর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

শ্রীলংকার দর্শণীয় স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হচ্ছে কলম্বো, অনুরাধাপুর, ক্যান্ডি, পোলোন্নারুভা, এডামস পিক, সিগরিয়া রক, শ্রীলংকার জাতীয় জাদুঘর প্রভৃতি। শ্রীলংকার অন্যতম একটি দর্শনীয় স্থান বুদ্ধমন্দির কেলানিয়া রাজা মহাভিহার যা কলম্বোতে অবস্থিত। প্রত্যেক জানুয়ারি মাসে এ মন্দিরে ধার্মিক অনুষ্ঠান পেরাহেরা অনুষ্ঠিত হয়।

ক্যান্ডিতেও যেতে ভুলবেন না শ্রীলংকা বেড়াতে গেলে। এখানে রয়েছে দ্যা টেম্পল অফ টুথ, দ্যা ওল্ড ওয়েল প্যালেস কম্পাউন্ড, লঙ্কাতিলকা মন্দির, এম্বেকা মন্দির যা অবশ্যই দেখার মতো জায়গা। ক্যান্ডিকে শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী বলা হয়।

শ্রীলংকা এই উপমহাদেশেই অবস্থিত হওয়ায় শ্রীলংকা বেড়ানোর খরচ অন্য অনেক দেশের তুলনায় কম। যারা বিমানে ঢাকা থেকে আসতে চান তারা মিহিন লংকা এয়ার লাইন্স ব্যবহার করতে পারেন। এটা শ্রীলংকার বিমান। এছাড়া সরাসরি শ্রীলংকা না এসে ভারত হয়েও আসতে পারেন আপনি। এভাবে আসতে চাইলে কলকাতা থেকে ট্রেনে চেন্নাই গিয়ে সেখান থেকে বিমানে করে কলম্বো যেতে হবে। কলম্বো আসার পর বাসে বা ট্রেনে শ্রীলংকার যে কোন জায়গায় যেতে পারবেন। অথবা জেট এয়ারওয়েজে দিল্লি হয়ে কলম্বো আসা অনেক সহজ।

 

স্পেশাল খাবার
ঈডলি এবং দোসা/খোসা এখানে অহরহ পাওয়া যায়। বাংলাদেশে যেমন ভাতের হোটেলে ভাত-তরকারি বিক্রি হয়, এখানে অবিকল সেরকম দেখতে হোটেল আছে রাস্তার পাশে, শুধু পার্থক্য হল ইডলি-খোসা এবং নানা রকম তরকারি বিক্রি হয়।

স্পেশাল খাবার
ঈডলি এবং দোসা/খোসা এখানে অহরহ পাওয়া যায়। বাংলাদেশে যেমন ভাতের হোটেলে ভাত-তরকারি বিক্রি হয়, এখানে অবিকল সেরকম দেখতে হোটেল আছে রাস্তার পাশে, শুধু পার্থক্য হল ইডলি-খোসা এবং নানা রকম তরকারি বিক্রি হয়।

এছাড়া আছে কত্তুরোটি। শ্রীলঙ্কা গেলে একবার অন্তত কত্তুরোটি খাওয়া উচিৎ। সুযোগ থাকলে পাশে দাঁড়িয়ে দেখতে পারেন কিভাবে বানায়। দুই হাতে দুইটা ধারালো ছুরি দিয়ে রুটি, ডিম ভাজি এবং কিছু শাকসবজি তপ্ত তাওয়ার উপর চটপট কাটাকাটি করে একটা মিশ্রণ তৈরি করে।

শ্রীলঙ্কার আবহাওয়া

শ্রীলঙ্কাতে সারা বছর প্রায় একরকম তাপমাত্রাই থাকে। উপকূলবর্তী এবং নিম্নাঞ্চল গুলোতে গড়ে ২৬-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। ক্যান্ডির মত উঁচু এলাকা গুলোতে তাপমাত্রা অপেক্ষাকৃত কম (১৮-২২ ডিগ্রি)। সারা বছর জুড়ে আদ্রতা বরাবরই বেশী থাকে।

কখন যাবেন শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান এর কারনে আবহাওয়া বেশ চমৎকার। চারদিকে সমুদ্র থাকার কারনে এর আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে অক্টোবর এবং নভেম্বর মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। তাই পর্যটকদের এই সময়টা এড়িয়ে চলাই ভাল। শ্রীলঙ্কা ভ্রমন করার জন্য বছরের সবচেয়ে ভাল সময় হল ডিসেম্বর থেকে মার্চ মাস।

কিভাবে যাবেন
ঢাকা থেকে সরাসরি আকাশপথে কলম্বো যেতে পারেন অথবা যদি কম খরচে যেতে চান তাহলে ভারত হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টে ভারতের ডাবল এন্ট্রি ভিসা লাগাতে হবে। ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে ভিসা নিতে হবে এক্ষেত্রে।
বিমানে যেতে চাইলে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, মালয়েশিয়ান এয়ারলাইন্স, মালিন্দ এয়ার, শ্রীলংকান এয়ারওয়েজ সহ আরও অন্যান্য এয়ারলাইন্স এ ঢাকা থেকে শ্রীলঙ্কা যেতে পারেন।

ঢাকায় শ্রীলংকান হাই কমিশনের ঠিকানাঃ
High Commission for the Democratic Socialist Republic of Srilanka
House #15, Road #50, Gulshan-2, Dhaka
Telephone: 8810779, Fax: 8823971অনলাইনে ভিসার আবেদনের জন্য এই ওয়েবসাইট ভিজিট করুনঃ http://www.eta.gov.lk/slvisa

অনলাইন ডেস্ক

বিজ্ঞাপন

Recommended For You