
বাংলা রিডার ডেস্ক
প্রথম টি–টোয়েন্টিতে হেরে পিছিয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতকে ৫১ রানে পরাজিত করে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।
নিউ চণ্ডীগড়ে ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই ভারত অলআউট হয় ১৬২ রানে। দলের বিপর্যয়ের মাঝে তিলক ভার্মা খেলেন ৬২ রানের লড়াকু ইনিংস।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ঝড় তোলেন কুইন্টন ডি কক। তার ৯০ রানের দাপুটে ব্যাটিংয়ে ৪ উইকেটে ২১৩ রানের শক্তিশালী সংগ্রহ গড়ে প্রোটিয়ারা। তাকে ভালো সহায়তা করেন ফেরেইরা, অপরাজিত ৩০ রানে।
ম্যাচে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের আর্শদিপ সিং। এক ওভারে সাতটি ওয়াইডসহ মোট ১৩ বল করে টি–টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বল করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২১৩/৪, ২০ ওভার (ডি কক ৯০, ফেরেইরা ৩০*; বরুণ ২/২৯)
ভারত: ১৬২/১০, ১৯.১ ওভার (তিলক ৬২, জিতেশ ২৭; বার্টমান ৪/২৪)
ফল: দক্ষিণ আফ্রিকার জয় ৫১ রানে
ম্যাচসেরা: কুইন্টন ডি কক



