কনসার্ট বাতিল, হাসপাতালে ভর্তি গায়ক নচিকেতা

বাংলা রিডার ডেস্ক
কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর আজ রবিবার (৭ ডিসেম্বর) নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। অসুস্থ হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগেও, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সারভাইকাল স্পন্ডিলাইটিসের জটিলতার কারণে তার একটি শো বাতিল করতে হয়েছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, শীতকালে এ সমস্যা বেড়ে যায় এবং নিয়মিত পারফর্ম করার ফলে অসুস্থতা আরও তীব্র হতে পারে।

গত কয়েকদিন ধরেই নচিকেতার শারীরিক অবস্থা ভালো ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলে নির্ধারিত কনসার্টও বাতিল করেন। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হঠাৎ হৃদযন্ত্রের জটিলতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং অবস্থান স্থিতিশীল।

বিজ্ঞাপন

Recommended For You