
বাংলা রিডার ডেস্ক
গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। ‘বরবাদ’ সফল হলেও প্রচারঘাটতির কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘অন্তরাত্মা’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটিতে। আইস্ক্রিন প্ল্যাটফর্মে ৪ ডিসেম্বর থেকে দেখা যাবে ছবিটি।
আইস্ক্রিনের ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, ইমোশন ও অ্যাকশনে ভরপুর এই গল্পটি এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’-তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী দর্শনা বণিক। গল্পে দেখানো হয়েছে—শৈশবে সন্ত্রাসীদের হামলায় মা–বাবাকে হারানো প্রথম (শাকিব) বড় হয়ে হয়ে ওঠে ভয়ংকর এক শক্তি, কিন্তু ব্যক্তিগত জীবনে থাকে প্রচণ্ড একাকী। এরপর তার জীবনে আসে রূপকথা (দর্শনা), যার সঙ্গে বিয়ের পরও সে স্থিরতা খুঁজে পায় না।
২০২১ সালে ছবিটির শুটিং সম্পন্ন হয় এবং সেই বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত চলতি বছরের ঈদে সিনেমাটি মুক্তি পেলেও হলে তেমন সাড়া পায়নি। প্রথম সপ্তাহেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে নেওয়া হয় এবং সিঙ্গেল স্ক্রিনেও দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হয়।
প্রচার কম থাকা ছবির ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়। শাকিব খান ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত থাকলেও ‘অন্তরাত্মা’ নিয়ে তেমন প্রচারে ছিলেন না। তবে নায়িকা দর্শনা বণিক নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সিনেমাটি নিয়ে পোস্ট করে প্রচারে ভূমিকা রাখেন।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে।



