চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার। এর আগে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (৯ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। একই আদেশে নাজমুল ইসলাম সরকারসহ মোট ১৫ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে—ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর চাঁদপুরে জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানাগেছে, মো. নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫ তম হয়েছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

Recommended For You