মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান শেখ ফরিদ আহমেদ মানিক

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর- ৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, আমার দলীয় সহযোদ্ধা যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সবাই যোগ্য ও দলের প্রতি নিবেদিত। আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে দেশ পরিচালনার নেতৃত্ব প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পাঠকদের জন্য নিম্নে তা তুলে ধরা হলো:

প্রিয় চাঁদপুরবাসী
আসসালামু আলাইকুম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর- ৩ আসনে আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনীত করায় পরম করুনাময় আল্লাহ তায়ালার প্রতি অশেষ শোকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া্ ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।
চাঁদপুরের জনগণ হিন্দু , মুসলিম , বৌদ্ধ , খ্রিস্টান জাতি ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের অকৃত্রিম ভালবাসায় আমি আজীবন ঋনী।

চাঁদপুর ৩ আসনে আমার দলীয় সহযোদ্ধা যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সবাই যোগ্য ও দলের প্রতি নিবেদিত। আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষের জয় নিশ্চিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে দেশ পরিচালনার নেতৃত্ব প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

দলের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক প্রাপ্তি অপ্রাপ্তি , হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা রাখি।
সবাইকে ধন্যবাদ।

ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।

বিজ্ঞাপন

Recommended For You