
বাংলা রিডার ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে অনুষ্ঠিত সর্বশেষ টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি এবং বিসিবিও নতুন অধিনায়কের নাম জানায়নি। তবে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে—শান্তই টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
২০২৫–২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বিসিবি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শান্তর নেতৃত্বের গুণাবলি ইতোমধ্যে দলের উন্নতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। মাঠে তার উপস্থিতি দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে শান্তর ধৈর্য, প্রতিশ্রুতি এবং গভীর বোঝাপড়া রয়েছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে আত্মবিশ্বাস ও অগ্রগতি দেখেছি। বোর্ড মনে করে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমরা আরও ভালো করতে পারব।’
অধিনায়কত্ব বজায় রাখা নিয়ে প্রতিক্রিয়ায় শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। বোর্ড আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’
তিনি আরও যোগ করেন, ‘টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা করব।’



