সাড়ে ১০ হাজার টাকা কমলো সোনার ভরি মূল্য

বাংলা রিডার ডেস্ক
দেশের বাজারে আবারও কমল সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় ১০ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে। ফলে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা প্রতি ভরি।

বুধবার (২৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দামের পতনের কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চার দফায় প্রায় ২৪ হাজার টাকা কমেছে

এর আগে গত তিন দফায়ও সোনার দাম কমানো হয়েছিল।

২৪ অক্টোবর কমে ৮,৩৮৬ টাকা,

২৭ অক্টোবর কমে ১,০৩৯ টাকা,

২৮ অক্টোবর কমে ৩,৬৭৪ টাকা।
তবে এবার চতুর্থ দফায় বড় পরিমাণে, অর্থাৎ ১০,৪৭৪ টাকা কমানো হলো। ফলে চার দফায় মোট কমল ২৩,৫৭৩ টাকা।

নতুন দামের তালিকা

২২ ক্যারেট সোনা: ১,৯৩,৮০৯ টাকা (কমেছে ১০,৪৭৪ টাকা)

২১ ক্যারেট সোনা: ১,৮৫,০০৩ টাকা (কমেছে ৯,৯৯৬ টাকা)

১৮ ক্যারেট সোনা: ১,৫৮,৫৭২ টাকা (কমেছে ৮,৫৭৩ টাকা)

সনাতন পদ্ধতির সোনা: ১,৩১,৬২৮ টাকা (কমেছে ৭,৩১৪ টাকা)

রূপার দাম অপরিবর্তিত

তবে সোনার বিপরীতে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

২২ ক্যারেট রূপা: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রূপা: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রূপা: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতির রূপা: ২,৬০১ টাকা প্রতি ভরি।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে সাম্প্রতিক পতন এবং ডলারের স্থিতিশীল বিনিময় হার দেশের বাজারে এই প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

Recommended For You