ইনানী নয়, কক্সবাজার শহর থেকেই সেন্টমার্টিনে যাবে জাহাজ

বাংলা রিডার ডেস্ক
সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ এখন থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই চলাচল করবে। আইনগত ও পরিবেশগত কারণে উখিয়ার ইনানী জেটি থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

সোমবার (২৭ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উপসচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষর করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়। ইনানী যেহেতু ইসিএ-র অন্তর্ভুক্ত, তাই সেখান থেকে জাহাজ চলাচল শুরু হলে জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ক্রুজশিপ, ট্রলার ও লঞ্চের আনাগোনা বাড়লে জনসমাগম বৃদ্ধি পাবে, যা ঐ এলাকার পরিবেশ ও বন্যপ্রাণীর জন্য হুমকি সৃষ্টি করবে।

এ কারণে ইনানী-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল আইনত নিষিদ্ধ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিকল্প হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলে নীতিগত সম্মতি দিয়েছে মন্ত্রণালয়।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মেই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে।”

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনানী থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে পর্যটকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। সেই প্রেক্ষিতেই সরকার আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেছে—ইনানী নয়, শুধুমাত্র কক্সবাজার শহর থেকেই সেন্টমার্টিনগামী জাহাজ চলবে।

বিজ্ঞাপন

Recommended For You