রিশাদের ঝড়ে ভাঙল ১১ বছরের রেকর্ড

বাংলা রিডার ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়ালেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্যাটে-বলে সমান তেজ দেখিয়ে ভেঙে দিলেন ১১ বছরের পুরনো রেকর্ড, হয়ে গেলেন এক সিরিজে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনার।

তিন ম্যাচের সিরিজে রিশাদ নিয়েছেন ১২ উইকেট। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন আরাফাত সানির ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গড়া ১০ উইকেটের রেকর্ড।

সিরিজের প্রথম ম্যাচেই রিশাদ জানান দেন নিজের আগমনী বার্তা। ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২০০ রানে, এরপর বল হাতে একাই ধসিয়ে দেন উইন্ডিজের ব্যাটিং লাইনআপ—নেন ৬ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার এবং বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সেরা।

দ্বিতীয় ম্যাচেও রিশাদের দাপট ছিল চোখে পড়ার মতো। ব্যাট হাতে ১৪ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংসের পর বল হাতে নেন আরও ৩ উইকেট। যদিও দল জিততে পারেনি, রিশাদের পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম উজ্জ্বল দিক।

শেষ ম্যাচে ব্যাট হাতে বড় কিছু না করলেও বল হাতে ছিলেন কার্যকর—নেন আরও ৩ উইকেট। এতে মোট ১২ উইকেট নিয়ে তিনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে।

তিন ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সে রিশাদ হোসেন প্রমাণ করেছেন, বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনের নতুন যুগ শুরু হয়েছে তার হাত ধরেই।

বিজ্ঞাপন

Recommended For You