
বাংলা রিডার ডেস্ক:
রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর ‘ব্যাপক শুল্ক’ আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ট্রাম্প বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে বলেছেন— ‘আমি রাশিয়ার তেল নিয়ে আর কিছু করছি না।’ কিন্তু যদি ভারত এ আমদানি চালিয়ে যায়, তাহলে তাদের পণ্যে বিশাল শুল্ক বসবে।”
তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশগুলো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে সহায়তা করছে, যা যুক্তরাষ্ট্র মেনে নেবে না।
ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ বছর আগস্টে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প। এ শুল্কভার টেক্সটাইল, ওষুধসহ নানা খাতে প্রযোজ্য।
তিনি একাধিকবার সতর্ক করে বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এ শুল্ক বহাল থাকবে কিংবা আরও বাড়বে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত হয়ে উঠেছে রাশিয়ার অন্যতম প্রধান অপরিশোধিত তেল ক্রেতা। এ বিষয়টি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়ছে।
ট্রাম্পের হুঁশিয়ারির ফলে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



