খালেদা জিয়ার পক্ষে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি

বাংলা রিডার ডেস্ক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছে দিনাজপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার দিনাজপুর সদর শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

জেলা বিএনপি জানায়, আজ থেকেই খালেদা জিয়ার পক্ষ থেকে প্রচারণা পরিচালিত হবে। একই দিনে জেলার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা তুলে ধরে লিফলেট বিতরণ করা হবে। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে শিগগিরই আরও একটি বৃহত্তর সভা আয়োজনের পরিকল্পনাও সভায় তুলে ধরা হয়।

সভায় ডা. জাহিদ হোসেন বলেন, একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তিনি আরও জানান, প্রায় ৪ কোটি তরুণ ভোটারকে গুরুত্ব দিয়ে তাদের কাছে পৌঁছানোর কৌশল নির্ধারণে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You