
বাংলা রিডার ডেস্ক
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ভূত উদ্বেগের প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশের চলমান পরিস্থিতি তুলে ধরবেন। একাধিক কূটনৈতিক মিশনের প্রধান বা তাঁদের প্রতিনিধিরা এই ব্রিফিংয়ে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, ব্রিফিংয়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ, নির্বাচনি পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং প্রার্থীদের অংশগ্রহণসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
এ ছাড়া নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, সরকার ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়েও কূটনীতিকদের অবহিত করা হবে।
পররাষ্ট্র সচিব কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রস্তুতি সম্পর্কেও ধারণা দেবেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
ব্রিফিংয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

