চাঁদপুরে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বাংলা রিডার ডেস্ক

মহান বিজয় দিবসে দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা সড়কের লেকপাড় এলাকায় একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসকসহ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা শ্রদ্ধা জানান। এছাড়া নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমিসহ নানা পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

সরকারি দপ্তরগুলোর মধ্যে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র, সদর উপজেলা প্রশাসন, সিআইডি, পিবিআই, রেলওয়ে পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তর শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, খাদ্য বিভাগ, পাসপোর্ট অফিস, বিআরটিএ, বিসিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জাকের পার্টি জেলা শাখা, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ)সহ বিভিন্ন দল ও সহযোগী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, এনজিও সমন্বয় পরিষদ, সনাক চাঁদপুর, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও শ্রমিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে, যেখানে চারু, কারু ও স্থানীয় শিল্পপণ্য প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You