বিজয় দিবসে মোদীর পোস্টে নেই বাংলাদেশের নাম

বাংলা রিডার ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক ঘটনাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও, ওই পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায় ভারতীয় সেনাবাহিনী। এই প্রেক্ষাপটে ভারতও ১৬ ডিসেম্বরকে তাদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।

তবে ইতিহাসের বিচারে এই দিনের মূল ও চূড়ান্ত বিজয় ছিল বাংলাদেশের। কারণ ১৬ ডিসেম্বরই বাঙালি জাতি অর্জন করে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা এবং জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

মোদীর পোস্টে বলা হয়, “বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করি, যাদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের সাহস ও অসাধারণ ত্যাগকে সম্মান জানায়।”

এর আগে ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে পৃথক একটি পোস্ট প্রকাশ করে। সেখানে তারা মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস কেবল একটি তারিখ নয়; এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারতীয় সেনারা। এই সম্মিলিত লড়াই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই বিজয় ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযোজন করে, দক্ষিণ এশিয়ার মানচিত্রে পরিবর্তন আনে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশ-এর জন্ম দেয়। একই সঙ্গে পাকিস্তানি বাহিনীর চালানো নৃশংসতা ও দমন-পীড়নেরও অবসান ঘটে।

বিজ্ঞাপন

Recommended For You