আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান — ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল

বাংলা রিডার ডেস্ক

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান, ড্যাবের সহসভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এ এম শামীম।

সংগঠনের সভাপতি ডা. এস এম সহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোকাদেছ আলী মজুমদার শাহীন, সিইও ও সাবেক যুগ্ম সচিব ড. আলী আকবর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সল, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র চিকিৎসক ডা. জাহাঙ্গীর খান এবং ডা. সৈয়দা বরুন নাহার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি খাতে সীমিত সুযোগ-সুবিধার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ জনবল, উন্নত যন্ত্রপাতি ও মানসম্মত ব্যবস্থাপনার বিকল্প নেই। প্রাইভেট স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে। চাঁদপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ বা মানহীন কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। মানহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দায় সমিতি নেবে না। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সমিতি সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, যৌক্তিক ফি নির্ধারণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান অতিথি। একই সঙ্গে সরকারি নীতিমালা অনুসরণ করে প্রাইভেট স্বাস্থ্যখাতের উন্নয়নে অ্যাসোসিয়েশনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সদস্য মো. ইউনুস উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরী।

সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করা হয়। সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের প্রধান, সাবেক সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূঁইয়া নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র সরকার এবং কোরআন তেলাওয়াত করেন আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নেসার আহমেদ।

বিজ্ঞাপন

Recommended For You