
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন বিশেষ ভিসা কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। পরে সাংবাদিকদের সঙ্গেও তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, “যোগ্য ও যাচাইকৃত আগ্রহীদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। এটি মার্কিন নাগরিকত্বের সরাসরি পথ খুলে দেবে এবং আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের দক্ষ কর্মীদের ধরে রাখতে পারবে।”
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, ভিসার জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ‘trumpcard.gov’ ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করে ফরম পূরণ করতে হবে। ফরম জমা দেওয়ার সময় দিতে হবে ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা), যা ভিসা প্রসেসিং ফি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
আবেদন যাচাই শেষে পরবর্তী ধাপে আবেদনকারীকে দিতে হবে আরও ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা)। ওয়েবসাইটে এই অর্থকে সরাসরি ‘গিফট’ বা উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এই গোল্ড ভিসা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমপর্যায়ের মর্যাদা বহন করবে। অর্থাৎ, যাঁরা এটি পাবেন, তাঁরা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন—গ্রিন কার্ডধারীদের মতোই।



