
বাংলা রিডার ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয় হলেও তারা ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়। তাই হঠাৎ করে বিপুল ভোট পাওয়ার আশা কিছু রাজনৈতিক দলের জন্য বাস্তবসম্মত নয়। তিনি বলেন, “গত নির্বাচনে জামায়াতে ইসলামী পাঁচ-ছয় শতাংশ ভোট পেয়েছিল। রাতারাতি সেটা ৫১ শতাংশ হয়ে যাবে—এটা ভাববেন না। দেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, তারা আপনাদের বিশ্বাস করে না।”
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, পাকিস্তান আন্দোলনে মুসলমানরা নেতৃত্ব দিলেও জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী এর বিরোধিতা করেছিলেন। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াত পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে গণহত্যায় অংশ নেয়। “আমি মুক্তিযোদ্ধা হিসেবে নির্দ্বিধায় বলছি—আপনারা ইতিহাস বিকৃত করে বা সোশ্যাল মিডিয়ায় উল্টা-পাল্টা কথা বলে আমাদের দুর্বল করতে পারবেন না,” বলেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। নির্বাচনে দেরি হলে রাষ্ট্র আরও দুর্বল হবে। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই দেশ পরিচালনায় সফল হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা তো নির্বাচনেই অংশ নেবেন—পোস্টার-বিলবোর্ড দেখে তা স্পষ্ট। নির্বাচন থেকে দূরে সরে গেলে আপনাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। আর নির্বাচনে এলে পরাজয় অনিবার্য মনে করেই আপনারা নির্বাচন পেছাতে চান।”



