জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবিতে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ

বাংলা রিডার ডেস্ক
জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং চলতি নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চাঁদপুর শহর ও সদর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ আছর শহরের বাইতুল আমীন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়।

সমাবেশের প্রধান অতিথি, জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে অপরিহার্য। তিনি দাবি জানান, জনগণের মতামত প্রতিফলনের জন্য নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা উচিত। তিনি আরও বলেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশ শেষে বাইতুল আমীন রেলওয়ে জামে মসজিদ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহ-সেক্রেটারি মো. সবুজ খান, শহর ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ওয়ার্ড ও মহল্লার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You