
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দেশের ইতিহাসে ছাত্র সমাজ সবসময় পরিবর্তনের অগ্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, “২৪-এর কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—ছাত্র সমাজ প্রতিবারই জাতিকে সঠিক পথে দিকনির্দেশনা দিয়েছে। এই ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জের কালিরবাজার কলেজে “মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র ও যুবসমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন।
লায়ন হারুনুর রশিদ বলেন, “মাদক এখন সমাজের ক্যান্সারে পরিণত হয়েছে। ফরিদগঞ্জকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে ছাত্র ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। কোথাও যাই, মানুষ প্রথমেই মাদককে প্রধান সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরে—তাই ছাত্রসমাজের নেতৃত্বেই আমাদের এই সংকট মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ঘোষিত ৩১ দফাই যথেষ্ট। এসব দফার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা রয়েছে। বিশেষ করে শিক্ষাখাত সংস্কারসংক্রান্ত ২৫তম দফাটি দীর্ঘদিনের শিক্ষক সমাজের দাবি। আমি বিশ্বাস করি, তরুণ ভোটাররা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা রাখবে।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানি, প্রবাসী বিএনপি নেতা শরীফ খান, কলেজ গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদ, দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম ও লিপি হোসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন ও হোসেন আহাম্মদসহ অনেকে।
পরে লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন।



