
বাংলা রিডার ডেস্ক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা মানে জনগণের সেবার দায়িত্ব অর্পণ করা। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে শাহরাস্তি–হাজীগঞ্জের উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নিজেকে জনগণের ‘খাদেম’ হিসেবে নিবেদন করবেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে তাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল গণসংবর্ধনা ও পথসভা আয়োজন করা হয়। চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া পেট্রোল পাম্প থেকে শাহরাস্তি গেট পর্যন্ত দুই হাজারের বেশি মোটরসাইকেল–হোন্ডাযুক্ত শোভাযাত্রায় তাকে বরণ করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। প্রশাসনের কর্মকর্তারা জনগণের ট্যাক্সের অর্থে চলেন—তাই জনগণের সেবক হিসেবেই কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও আস্থা ধানের শীষের প্রধান শক্তি।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মনোনয়ন বোর্ড ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, “আমার ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জনগণের বিশ্বাসকে সমুন্নত রাখব।”
নিজ দলের নেতা–কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান—যদি তিনি এমপি নির্বাচিত হন, তাহলে কেউ এমন কাজ করবেন না যাতে জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হয়। তিনি বলেন, “আমরা একসঙ্গে কাজ করব জনগণের কল্যাণে, উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য।”
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনা ও উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
শাহরাস্তির সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।



