ঢাকাসহ চার জেলায় রাতে পাঁচ যানবাহনে অগ্নিসংযোগ

বাংলা রিডার ডেস্ক
রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

রাত পৌনে ৩টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলারে (লেগুনা) আগুন দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

এর আগে রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসটিতে কেউ ছিল না। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এছাড়া বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি পুড়ে যায়।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

Recommended For You