
বাংলা রিডার ডেস্ক:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
বক্তব্যে তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরের ইতিহাস জানতে হবে। সামনে জাতীয় নির্বাচন, তাই নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”
তিনি আরও বলেন, “শিক্ষার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। পড়ালেখা কিংবা প্রচারণায় ফাঁকি দেওয়া যাবে না। ভালো ফলাফল ও ত্যাগের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।



