
বাংলা রিডার ডেস্ক:
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ১৬ দিনব্যাপী “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুরকে সুন্দর ও উন্নত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জাতীয়তাবাদী দল জনগণের সকল প্রয়োজনে অংশগ্রহণ করবে। আমাদের লক্ষ্য এমন একটি চাঁদপুর গড়া, যেখানে নিরাপদ, স্বচ্ছ এবং সুষ্ঠু সমাজ থাকবে। জনগণ নির্বাচনে সচেতন, সুযোগ পেলে ধানের শীষে ভোট দেবেন।”
তিনি আরও বলেন, “খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড একে অপরের পরিপূরক। আমরা চাই সন্তানরা সংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী হোক। তাই এই উৎসব আয়োজন করা হয়েছে। ‘মেইড ইন চাঁদপুর’ নামকরণ করা হয়েছে যাতে চাঁদপুরের প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সময় নিজেদের পরিচয় তুলে ধরতে পারে।”

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যাহ সেলিম। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব মইনুদ্দিন লিটন, এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিবৃন্দ, জেলা আইনজীবি সমিতির নেতারা এবং সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন মুনিরা আহমেদ ও কন্যা ফারিসা আহমেদ মানহা।
প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক, তার স্ত্রী ও কন্যা বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এছাড়া ৩৩টি সাংস্কৃতিক সংগঠনকে ম্যাডেল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে জেলা জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেস্টিভ্যালে মোট ৩৮টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে এবং ১৭টি ইভেন্টে দেড় হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রায় ২০০ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।



