
বাংলা রিডার ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের নজর কেড়েছেন নতুন ফটো পোস্টে। শুক্রবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি, সঙ্গে দেন একটি ইতিবাচক বার্তা। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ছবিগুলোতে বুবলীকে দেখা গেছে প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। তার পরনে ছিল সাদা-কালোর মিশ্রণে ফ্লোয়িং গ্লাস-টপ আর কালো প্যান্ট। বড় ফ্রেমের সানগ্লাস, খোলা চুল আর হালকা মেকআপে তিনি ফুটিয়ে তুলেছেন এক অনন্য আবেদন।
ক্যাপশনে বুবলী লিখেছেন, “একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়। শুভ সকাল।” পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা ভালোবাসা ও প্রশংসার বার্তায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টে জমে হাজারো লাইক ও কমেন্ট।
বুবলীর এই ছবিগুলো দেখে মনে হয়, তিনি রোদেলা সকালে প্রকৃতির স্নিগ্ধতা উপভোগ করছেন। তার প্রাণবন্ত উপস্থিতি আর ইতিবাচক বার্তা মুগ্ধ করেছে ভক্তদের মন।
উল্লেখ্য, শবনম বুবলী ক্যারিয়ার শুরু করেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেন জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা। নিয়মিত অভিনয় আর স্টাইলিশ উপস্থিতিতে তিনি এখন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত তারকা।



