
বাংলা রিডার ডেস্ক
সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে, শত্রুমর্দন বাঘেরকোনা এলাকার সামনে।
নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তারা চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ও কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ‘সেঁজুতি ট্রাভেলস’-এর একটি বাসে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মনজুরা ও তার মেয়ে নিহত হন।
দুর্ঘটনায় আহত অন্তত ১০ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ থানা পুলিশ এবং জয়কলস হাইওয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সুমন কুমার চৌধুরী) বলেন,
“আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি খাদে পড়ে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।”



