জেমস গোপনে আবারও বাবা হয়েছেন

বাংলা রিডার ডেস্ক
ব্যান্ডতারকা ফারুক মাহফুজ আনাম জেমস চুপিসারে আবারও বাবা হয়েছেন। গত জুন মাসে তাঁর স্ত্রী নামিয়া আমিন পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয়েছে জিবরান আনাম। বিষয়টি এতদিন গোপনই রেখেছিলেন এই কিংবদন্তি শিল্পী।

২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয় হয়। পরিচয় থেকে শুরু হয় প্রেম, এরপর প্রণয়। তখনও নামিয়ার কোনো ধারণা ছিল না—তিনি পরিচিত হচ্ছেন বাংলা রক সংগীতের জীবন্ত কিংবদন্তির সঙ্গে! ঠিক এক বছর পর, ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবার ও কাছের মানুষের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেমস ও নামিয়া।

নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে ২০২৫ সালের ৮ জুন জন্ম নেয় তাদের প্রথম সন্তান, জিবরান। সন্তান জন্মের পর এক মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফেরেন তারা।

জেমসের বর্তমান স্ত্রী নামিয়া আমিন একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে তিনি ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

সন্তান জন্মের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেমস বলেন, “এটা এক অসাধারণ অনুভূতি। ভাষায় প্রকাশ করা কঠিন। আল্লাহর কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে সুস্থ সন্তান উপহার দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

এর আগে জেমস ১৯৯১ সালে অভিনেত্রী রথিকে বিয়ে করেছিলেন। সেই দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে ২০০৩ সালে। এরপর যুক্তরাষ্ট্রে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন, তবে ২০১৪ সালে সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। প্রথম সংসারে জেমসের রয়েছে এক ছেলে ও এক মেয়ে, দ্বিতীয় সংসারে রয়েছেন এক মেয়ে।

এই নিয়ে তৃতীয়বারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন ‘গুরু’ খ্যাত এই শিল্পী।

বিজ্ঞাপন

Recommended For You