
বাংলা রিডার ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে বলেছেন, নির্বাচনকালে আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, কোনো চাপের কাছে নত না হয়ে, কেবল আইন অনুযায়ী সিদ্ধান্তে অবিচল থাকতে হবে।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমরা রুল অব ল’ চাই, রুল বাই ল’ না। আমরা চাই আইন দ্বারা পরিচালিত হোক, আইনকে পাশ কাটিয়ে শাসন করার সংস্কৃতি নয়। এই মানসিকতা সমাজে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা ব্যক্তিগত চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। নির্বাচন কমিশনও কোনো অন্যায় আদেশ দেবে না, এবং অন্যায়ের বিরুদ্ধে কর্মকর্তাদের পাশে থাকবে।”
ইউএনওদের নির্বাচনকালীন সমন্বয়ের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে সিইসি বলেন, “নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে কার্যকর সমন্বয়ের দায়িত্ব মূলত ইউএনওদের ওপর। এ দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে হবে।”
যেকোনো সম্ভাব্য সংকট বা সমস্যা শুরুতেই মোকাবিলা করার নির্দেশ দিয়ে সিইসি বলেন, “ঘটনা ঘটে যাওয়ার পর নয়, বরং আগে থেকেই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ইভেন্ট হ্যান্ডেলিং নয়, প্রিভেনশনেই গুরুত্ব দিতে হবে।”
সিইসি ইউএনওদের উদ্দেশ্যে বলেন, “শেখার কোনো শেষ নেই। এই প্রশিক্ষণ শুধু এখনকার জন্য নয়, পুরো ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। এখান থেকে যা শিখবেন, তা সহকর্মীদের কাছেও ছড়িয়ে দিন।”
তিনি জানান, আরপিও (নির্বাচনী বিধিমালা) সংশোধনের পর প্রয়োজনীয় ম্যানুয়াল আপডেট করা হবে। কোনো গ্যাপ থাকলে তা অনলাইনের মাধ্যমে পূরণ করে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।



