
বাংলা রিডার ডেস্ক
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে এটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সালমান শাহর মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই সঙ্গে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজধানীর রমনা মডেল থানা পুলিশকে।
আদালতের আদেশে বলা হয়, সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরীর পূর্বের অভিযোগ এবং এ ঘটনায় অভিযুক্ত রিজভী আহমেদ ওরফে ফরহাদের দেওয়া জবানবন্দি মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের জন্য গ্রহণ করতে হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহর মরদেহ পাওয়া যায়। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও শুরু থেকেই তার পরিবার দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যা।
সালমান শাহ ছিলেন ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়কদের একজন। তার রহস্যজনক মৃত্যু নিয়ে এখনও জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল রয়ে গেছে। আদালতের এই আদেশ নতুন করে সেই আলোচনাকে সামনে এনেছে।



