
বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, সকাল ৮টায় খবর পেয়ে সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো: সায়েদ গাজীর মুদি দোকান, খোকন রাজার খাবার হোটেল, রাধাকৃষ্ণ সেলুন, মো. রাশেদের কম্পিউটার দোকান, তানমুল ইসলামের মোবাইল সার্ভিসিং দোকান, সাকিব আলমের কম্পিউটার ও স্টেশনারি দোকান।
সব দোকানই টিনশেড ঘরের তৈরি ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোকন রাজার খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় হোটেলে বেশ কয়েকজন লোক থাকলেও সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাকিব আলম বলেন, “আমার দোকানে থাকা দুটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন পুড়ে গেছে। সব শেষ হয়ে গেছে।”
তানমুল ইসলাম জানান, “দোকানে থাকা দুটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন ও একটি আইপিএস সম্পূর্ণ পুড়ে গেছে। কিছুই আর অবশিষ্ট নেই।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।



