“মেধা নয়, প্রয়োজন অদম্য ইচ্ছা” — জয়া আহসান

বাংলা রিডার ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, কেবল মেধা দিয়ে সাফল্য আসে না—সত্যিকারের অগ্রগতির জন্য দরকার অদম্য ইচ্ছাশক্তি ও নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়ার চেষ্টা।

সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি হয়ে এসে তিনি বলেন, “নিজের কাছে নিজে পরীক্ষা দিতে দিতে এগোতে হয়। তাহলেই সাফল্য ধরা দেয়। আমি ক্যারিয়ারের অনেক বছর ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের হাতে ধীরে ধীরে শিখেছি অভিনয়ের অ, আ, ক, খ।”

এই বিশেষ পর্বটি প্রচারিত হবে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টিভি ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল, সঞ্চালনায় রুম্মান রশীদ খান।

“আমি পুরনোতে বাঁচি”
জয়া বলেন,“পুরনো মানেই শুধুই অতীত নয়। আমার কাছে তা বর্তমান ও ভবিষ্যতের মধ্যে এক সেতুবন্ধন।”

তিনি জানান, তার বাসায় রয়েছে প্রায় ২০০ বছর পুরনো একটি আলমারি, এমনকি যে খাটে তিনি জন্মেছেন, সেটিও এখনও সংরক্ষিত আছে।

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে
অনলাইন বুলিং নিয়ে কথা বলতে গিয়ে জয়া বলেন, “কমেন্টবক্স বেশি পড়ি না। তবে যেগুলো চোখে পড়ে, সেগুলোতে খারাপ লাগে তাদের জন্য, যারা পৃথিবী ছেড়ে চলে গেলেও বাজে মন্তব্য রেখে যাবে। ওটা তাদের পাপ, আমার কিছু নয়।”

নতুন প্রযোজনায় ব্যস্ত জয়া
তিনি জানান, তার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে এবং খুব শিগগিরই কিছু প্রজেক্ট মুক্তি পাবে।

বিজ্ঞাপন

Recommended For You