
বাংলা রিডার ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্টফোন ‘ভি৬০ লাইট’ আনলো ভিভো বাংলাদেশ। উন্নত ক্যামেরা ও শক্তিশালী ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোন দিয়ে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও তোলা সম্ভব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
ভিভো বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ভি৬০ লাইট’ মডেলটিতে পেছনে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি ও সনি আইএমএক্স৮৮২ সেন্সর, যা দুর্দান্ত ছবি ও ভিডিও ধারণে সহায়ক।
ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার সুবিধা দেয়। ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্মার্টফোনটি ভিডিও দেখা ও উন্নত গ্রাফিক্সের গেম খেলার জন্যও উপযোগী।
ব্যবহারকারীদের দীর্ঘ সময়ের জন্য চার্জ চিন্তা থেকে মুক্ত রাখতে এতে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সুবিধা, যা দ্রুত চার্জ হয়ে অনেকক্ষণ ব্যাকআপ দেয়।
ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “শক্তিশালী ফিচার, আধুনিক ডিজাইন ও উন্নত ক্যামেরার সমন্বয়ে ভি৬০ লাইট আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে বাংলাদেশের মানুষের নাগালে নিয়ে এসেছে।”
ফোনটির এআই ইমেজ স্টুডিও সমৃদ্ধ ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণ বাজারে রয়েছে ফোর–জি ও ফাইভ–জি উভয় সংস্করণে। র্যামের দিক থেকে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট—৮ জিবি ও ১২ জিবি। দাম যথাক্রমে ৩৪,৯৯৯ টাকা ও ৪৩,৯৯৯ টাকা।
নীল ও কালো রঙে পাওয়া যাচ্ছে ফোনটি, সঙ্গে থাকছে বিভিন্ন উপহারও।



