Bangla Reader | বাংলা রিডার
Bangla Reader
Bangla Reader is an online-based news portal, aimed at delivering accurate, reliable, and objective news to readers and viewers in Bangladesh. With a special focus on history, culture, and politics, the portal officially launched on August 14, 2025.
Coverage
Bangla Reader prioritizes national and district-level news. In addition, the portal includes sections on history, culture and politics, economy, international affairs, sports, entertainment, education, technology, features, and opinions.
Editorial Board
The editor of Bangla Reader is B.M. Hannan, who has been active in journalism for over 25 years. For more than two decades, he has worked as a voice of grassroots people. His notable contributions include editing local daily newspapers as well as publishing commemorative and literary magazines.
Led by a team of young, energetic, and experienced journalists, Bangla Reader prioritizes presenting complex issues to readers in a simple and accessible manner.
Objective
The primary objective of Bangla Reader is to deliver the fastest and most updated news while maintaining accuracy, objectivity, and neutrality. Following the fundamental principles of the Constitution of Bangladesh, Bangla Reader strives to contribute to shaping public opinion. We are committed to national sovereignty, democracy, humanity, and citizens’ rights.
Policy
We are committed to maintaining the highest ethical standards. At the core of our values are fairness, accuracy, and objectivity. Bangla Reader believes that the trust of the public is our greatest asset.
Correction Policy
Mistakes can occur in journalism. However, Bangla Reader does not hesitate to acknowledge its mistakes. Once identified, errors are corrected as quickly as possible after proper verification. We clearly inform our readers what was wrong and how it was corrected, ensuring transparency and understanding.
বাংলা রিডার
বাংলা রিডার একটি অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম, যার লক্ষ্য বাংলাদেশের পাঠক ও দর্শকদের কাছে সঠিক, নির্ভুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়া। দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক খবরের উপর বিশেষ গুরুত্ব দিয়ে ১৪ আগস্ট ২০২৫ সালে এই পোর্টালটি যাত্রা শুরু করে।
কভারেজ
বাংলা রিডার জাতীয় সংবাদ ও জেলা পর্যায়ের খবরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করে। এছাড়া পোর্টালটিতে রয়েছে: ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি, ফিচার ও মতামত বিভাগ।
সম্পাদনা পরিষদ
বাংলা রিডারের সম্পাদক বি এম হান্নান, যিনি সাংবাদিকতা পেশায় ২৫ বছরেরও বেশি সময় ধরে সক্রিয়। দুই যুগেরও বেশি সময় ধরে তৃণমূল মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় দৈনিক পত্রিকা সম্পাদনা থেকে শুরু করে স্মরণিকা ও লিটন ম্যাগাজিন প্রকাশনায় রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান।
তরুণ, উদ্যমী ও অভিজ্ঞ সাংবাদিকদের একটি দল দ্বারা পরিচালিত, বাংলা রিডার জটিল বিষয়গুলোকে সহজভাবে পাঠকের কাছে উপস্থাপন করাকে সর্বাধিক গুরুত্ব দেয়।
উদ্দেশ্য
বাংলা রিডারের মূল উদ্দেশ্য হলো দ্রুততম সময়ে সর্বাধিক আপডেটেড সংবাদ পৌঁছে দেওয়া, তাও সঠিকতা, বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা বজায় রেখে। বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিকে অনুসরণ করে বাংলা রিডার জনমত গঠনের চেষ্টা চালিয়ে যায়। আমরা জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবিকতা এবং নাগরিক অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
নীতি
আমরা সর্বোচ্চ নীতিগত মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মূল্যবোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে: ন্যায্যতা, নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা। বাংলা রিডার বিশ্বাস করে জনসাধারণের আস্থা আমাদের সবচেয়ে বড় সম্পদ।
সংশোধন নীতি
সাংবাদিকতায় ভুল হতেই পারে। তবে বাংলা রিডার কোনো ভুল হলে তা স্বীকার করতে দ্বিধা করে না। ভুল শনাক্ত হলে যথাযথ যাচাই-বাছাই শেষে যত দ্রুত সম্ভব সংশোধন প্রকাশ করি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিই কোন তথ্য ভুল ছিল, এবং কীভাবে সেটি সংশোধন করা হয়েছে যাতে পাঠক সহজে বিষয়টি বুঝতে পারেন।