পক্ষপাতদুষ্ট কমিশন দিয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়— গাজী আতাউর রহমান 

বাংলা রিডার ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিলো দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি সুন্দর দেশ গড়বো। নতুন একটি রাজনৈতিক চর্চা দেখবো। নতুন একটি সংবিধান দেখবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদেরকে এখনো জিঘাংসার রাজনীতি দেখতে হচ্ছে। আমাদেরকে আবারও দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজীর রাজনীতি দেখতে হচ্ছে। অতীতের মতো ধ্বংসাত্মক রাজনীতি আমাদের দেখতে হচ্ছে।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা ২০০৮ সাল থেকে করে আসছি। আরও বিভিন্ন রাজনৈতিক দলও পিআর পদ্ধতির পক্ষে জোড়ালো আবেদন করছে। এ দাবির পক্ষে জনগণ যখন সোচ্চার তখন একটি রাজনৈতিক দল বলছে- আমরা নাকি নির্বাচন চাই না। আমি পরিস্কারভাবে বলতে চাই আমরা নির্বাচন চাই। তবে সেটা পুরাতন পদ্ধতিতে নয়। আধুনিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। বিশ্বের একানব্বইটিরও বেশি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এ পদ্ধতি চালু হলে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে।

তিনি আরও বলেন, বিএনপি নিজেদের জন্যেই এখন পিআরের দাবি তোলা উচিত। যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। ডাকসু, জাকসু থেকে শিক্ষা নিয়ে নিজেদের রক্ষা করার জন্য পিআরের পক্ষে অবস্থান নিন।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন পিআরের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি পিআরের বিপক্ষে অবস্থান নিয়ে পক্ষপাতমূলক কাজ করেছে। পক্ষপাতদুষ্ট এ কমিশন দ্বারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনীদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের হাসান আলী হাইস্কুল মাঠে বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও চাঁদপুর- ২ সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, চাঁদপুর- ১ কচুয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি উমর ফারুক কাসেমী, চাঁদপুর- ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আলী।

ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী ও মাওলানা আফসার উদ্দিনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, এনসিপির জেলা আহ্বায়ক মাহবুব আলম, ইসলামী আন্দোলন  চাঁদপুর জেলা সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা জামিল আহমাদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মাওলানা নুরুদ্দীন খান, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল-মামুন, মুফতি আল-আমিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, মুফতি ফেরদাউস আল আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলন আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডিএম ফয়সাল প্রমুখ।

 

 

বিজ্ঞাপন

Recommended For You