
বাংলা রিডার ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলের দুই সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও মেজর (অব.) মো. সালাউদ্দিন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে এনসিপির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “দলের কিছু সিনিয়র নেতা নিয়মিতভাবে সেনাবাহিনী ও সাবেক সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছেন। বিষয়টি একাধিকবার অবগত করলেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা দেশের জন্য কাজ করার সদিচ্ছা থেকে এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার ঘাটতি এবং ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”
আবদুল্লাহ আল মাহমুদ স্পষ্ট করে জানান, তারা এনসিপির কোনো কার্যক্রমে আর যুক্ত থাকবেন না এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও দলের ব্যানারে অংশগ্রহণ করবেন না। তিনি বলেন, “ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।”