দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

বাংলা রিডার ডেস্ক:
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী রপ্তানিকারকদের ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। ইলিশ রপ্তানির নির্ধারিত মূল্য প্রতি কেজি ১,৫২৫ টাকা (প্রায় ১২.৫ মার্কিন ডলার)।

রপ্তানির জন্য আবেদন করতে হলে প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

এর আগে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ২৯ জুলাই এক চিঠির মাধ্যমে দুর্গাপূজার জন্য ইলিশ আমদানির আবেদন করে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়।

গত বছর দুর্গাপূজায় ভারতকে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা কমিয়ে ২,৪২০ টনে নামিয়ে আনা হয়। সে বছর ৪৯টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমতি পায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এর আগে যারা রপ্তানির জন্য আবেদন করেছেন, তাদেরও নতুনভাবে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

Recommended For You