আজ এশিয়া কাপের ক্রিকেটযুদ্ধ শুরু

বাংলা রিডার ডেস্ক
আজ (৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। ৮ দলের এই প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ—ভারত বনাম পাকিস্তান—অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। পেহেলগাম-কাণ্ডের পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, আর তাই এ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন থেকেই চরমে।

বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্য রকম রোমাঞ্চ। তাদের মুখোমুখি লড়াই যেন শুধুই খেলা নয়—এটা আবেগ, গর্ব আর ইতিহাসের সংঘর্ষ।
মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক ভারত ও পাকিস্তান প্রবাসী থাকায় দুবাইয়ের মাঠে তৈরি হবে অনন্য উৎসবমুখর পরিবেশ।

এবারের এশিয়া কাপ: প্রতিযোগী দল: ৮টি, ফরম্যাট: টি-টোয়েন্টি, পুরস্কার অর্থ: ৩ লাখ মার্কিন ডলার (গতবারের চেয়ে ১.৫ গুণ বেশি)

উদ্বোধনী ম্যাচ: আজ রাত ৮:৩০ (বাংলাদেশ সময়), আফগানিস্তান বনাম হংকং, আবুধাবিতে। বাংলাদেশ এবার ১৫তম বার অংশ নিচ্ছে এশিয়া কাপে।

৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়বে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২টি দল যাবে সুপার ফোরে, যেখানে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে।২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। সব কিছু ঠিক থাকলে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে হারিয়ে আসা পাকিস্তান বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক সালমান আগা বলেন, “এশিয়া কাপের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।”

তবে উত্তেজনা না ছড়িয়ে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। “দুই দেশের খেলোয়াড় ও ভক্তদের বলছি—শৃঙ্খলা বজায় রাখুন, সীমা লঙ্ঘন করবেন না।”

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন: ভারত। ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে কলম্বোতে শ্রীলংকাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

আজকের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের উত্তাপ। তবে গোটা ক্রিকেটবিশ্বের চোখ থাকবে ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান মহাযুদ্ধের দিকে।

বিজ্ঞাপন

Recommended For You