চাঁদপুরের একমাত্র সুইমিং পুল ৭ বছর বন্ধ: সাঁতার শেখার সুযোগ বঞ্চিত শিশুরা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলার একমাত্র সুইমিং পুলটি টানা সাত বছর ধরে বন্ধ থাকায় নদীবেষ্টিত এ অঞ্চলের শত শত শিশু-কিশোর সাঁতার শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

২০০৭ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রখ্যাত সাঁতারু অরুণ নন্দীর নামে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সুইমিং পুলটির নির্মাণ সম্পন্ন হয়। সাড়ে চার লাখ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন এই আধুনিক স্থাপনাটি সেসময় জেলার খেলাধুলার জগতে নতুন আশার সঞ্চার করেছিল। কিন্তু গত সাত বছর ধরে এটি বন্ধ থাকায় জীর্ণদশায় পতিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পানি সরবরাহের পাম্প নষ্ট থাকায় সুইমিং পুলে এখন বৃষ্টির পানি জমে দুর্গন্ধযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। ভেঙে গেছে পুলের টাইলস, এলাকাটি পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত জায়গায়। সন্ধ্যার পর মাদকসেবীদের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

চাঁদপুর শহরের আউটার স্টেডিয়ামে অবস্থিত সুইমিং পুলটি একসময় শিশু-কিশোরদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার প্রাণকেন্দ্র ছিল। এখন সেটি ধুলো-বালু ও নোংরার আচ্ছাদনে ঢাকা পড়েছে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আরিয়ান জানায়, “প্রতিদিন স্টেডিয়ামে খেলতে আসি, কিন্তু কখনো সুইমিং পুল খোলা দেখিনি। আমি সাঁতার জানি না। যদি চালু হয়, তাহলে সাঁতার শিখতে পারবো।”

নবম শ্রেণির ছাত্র মানসুর আহমেদ বলেন, “জন্ম থেকেই শহরে বড় হয়েছি, কিন্তু কখনো সুইমিং শেখার সুযোগ পাইনি। আমার মতো আরও অনেকেই বঞ্চিত। দ্রুত পুলটি চালু করা দরকার।”

স্থানীয় ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান জানান, “সুইমিং পুলটি চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে দাবিও আন্দোলন চলছে। আমরা সাবেক সাঁতারুরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি।”

জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কে এম সালাউদ্দিন বলেন, “জাতীয় মানের সুইমিং পুল হলেও নানা কারণে এটি বন্ধ রাখা হয়েছে। ফলে এখন কোনো প্রতিযোগিতা হয় না, শহরের ছেলেমেয়েরা সাঁতার শেখার সুযোগ পাচ্ছে না। দ্রুত চালুর ব্যবস্থা নিতে হবে।”

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, “সুইমিং পুলটির সংস্কার কাজ চলমান। আমরা একাধিকবার পরিদর্শন করেছি। জাতীয় ক্রীড়া পরিষদের একটি টিমও এসে দেখে গেছে। আশা করছি চলতি বছরের মধ্যেই পুলটি চালু করা সম্ভব হবে।”

বিজ্ঞাপন

Recommended For You