মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ এবার দেশের প্রেক্ষাগৃহে

বাংলা রিডার ডেস্ক

মেহজাবীন চৌধুরী ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে গত বছর বড় পর্দায় অভিষেক করলেও, তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে আলোচিত এই চলচ্চিত্রটি।

গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহজাবীন। তিনি জানান, খুব শিগগিরই দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মাকসুদ হোসেন।

পরিচালক মাকসুদ হোসেন গণমাধ্যমকে জানান, “সাবা” মুক্তির জন্য প্রস্তুত, এখন শুধু চূড়ান্ত তারিখ ঘোষণার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে চলতি সেপ্টেম্বরের শেষভাগে অথবা অক্টোবরের শুরুতেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমার গল্প ঘুরে বেড়ায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে। বাবাহারা সাবার মা শিরিন এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হুইলচেয়ারেই জীবন কাটান। মেয়েই তার একমাত্র ভরসা। মায়ের সেবা আর সংসারের দায় কাঁধে নিয়ে নিজের ক্যারিয়ারও গুছিয়ে তুলতে পারেনি সাবা। হঠাৎ একদিন তার মায়ের হার্ট অ্যাটাক হয় এবং চিকিৎসকেরা জানায়, জরুরি অপারেশন প্রয়োজন। দিশেহারা সাবা তখন কী করবে—এই প্রশ্নই সিনেমার আবেগময় গল্পের মূল চিত্র।

‘সাবা’ ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর সিনেমাটি অংশ নেয় বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি ও রেইনডান্সসহ বিশ্বের নানা প্রভাবশালী উৎসবে।

মেহজাবীনের পাশাপাশি সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। দেশের প্রেক্ষাগৃহে ‘সাবা’র মুক্তি মেহজাবীনের ভক্ত ও গুণমুগ্ধদের জন্য নিঃসন্দেহে একটি প্রতীক্ষিত মুহূর্ত হয়ে উঠতে চলেছে।

বিজ্ঞাপন

Recommended For You