রাজনীতি নয়, অভিনয়েই ফিরছেন কঙ্গনা?

বাংলা রিডার ডেস্ক
রাজনীতিতে মন বসছে না—ইতিমধ্যেই সে ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেত্রী ও মান্ডির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। এবার শোনা যাচ্ছে, ফের অভিনয়ে ফিরছেন তিনি।

বলিউড সূত্রে জানা গেছে, কঙ্গনা চলতি বছরের নভেম্বর থেকে ‘কুইন ২’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। লন্ডনে প্রস্তুতিও চলছে পুরোদমে। আগের ছবির মতো এবারও ভারত ও লন্ডনে শুটিং হবে।

এছাড়াও ‘তনু ওয়েড্‌স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির কাজ নিয়েও পরিকল্পনা করছেন কঙ্গনা। ছবিটির শুটিং ২০২৬ সালে শুরু হতে পারে বলে গুঞ্জন রয়েছে। অভিনেত্রী ফের আর মাধবনের সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন বলেও জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে কঙ্গনা বা নির্মাতারা এখনো কিছু জানাননি।

২০২৪ সালে বিজেপির হয়ে নির্বাচনে জয়লাভ করে সংসদে পা রাখেন কঙ্গনা। তবে বছর না ঘুরতেই রাজনৈতিক বাস্তবতায় কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি। সাধারণ মানুষের নালা পরিষ্কার ও রাস্তা মেরামতের মতো দাবিতে বিরক্ত কঙ্গনা বলেন, রাজনীতি যে এত পরিশ্রমের, তা তার ধারণা ছিল না। রাজনীতি থেকে উপার্জন নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এই অবস্থায় আবার পুরনো পেশায় ফিরেই কি নিজের স্বস্তির জায়গা খুঁজে নিচ্ছেন কঙ্গনা? এখন শুধু সময়ের অপেক্ষা।

সূত্র: আনন্দবাজার

বিজ্ঞাপন

Recommended For You