চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থীকে গণঅধিকার পরিষদের প্রার্থীর আনুষ্ঠানিক সমর্থন

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। গণঅধিকার পরিষদের প্রার্থী, ট্রাক প্রতীকের মো. জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষণা পরবর্তী মতবিনিময় সভায় উভয় দলের নেতারা নির্বাচনী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

Recommended For You