
বাংলা রিডার ডেস্ক
আগের ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে প্রথম নারী সাফ ফুটসালের শিরোপা প্রায় নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাত্র এক পয়েন্ট প্রয়োজন হলেও সাবিনা খাতুনের নেতৃত্বে মেয়েরা বড় জয়ের মধ্য দিয়ে শিরোপা উদযাপন করল। ১৪-২ গোলের রেকর্ড জয়ে বাংলাদেশের মেয়েরা সাফ নারী ফুটসালের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে।
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের টানা দুইবারের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও সাফল্য এনে দিলেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নেতৃত্বে এটি বাংলাদেশের টানা তৃতীয় সাফ শিরোপা।
থাইল্যান্ডের ব্যাংককে রোববার শেষ ম্যাচে মালদ্বীপকে পুরোপুরি চাপে রাখে বাংলাদেশ। যদিও ম্যাচের প্রথম গোলটি করে মালদ্বীপ, তবে এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের মেয়েরা।
তৃতীয় মিনিটে পিছিয়ে পড়লেও তিন মিনিট পর সাবিনা খাতুনের ফ্রিকিক গোল ম্যাচে সমতা ফেরায়। সপ্তম মিনিটে পেনাল্টি মিস করলেও ১৩ মিনিটে আবার ফ্রিকিক থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক। ১৬ মিনিটে কৃষ্ণা রানী সরকার, পরের মিনিটে লিপি আক্তার গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ১৮ মিনিটে লিপির দ্বিতীয় ও নওশনের গোলসহ প্রথমার্ধ শেষ হয় ৬-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সাবিনা হ্যাটট্রিক পূরণ করেন। এরপর সুমাইয়া, আবার সাবিনা, নিলুফার নিলা ও লিপি আক্তারের গোলে একের পর এক ব্যবধান বাড়ায় বাংলাদেশ। কৃষ্ণার গোলের মাধ্যমে ১২-১ ব্যবধান নিশ্চিত হওয়ার পরও থামেনি আক্রমণ। শেষ পর্যন্ত ১৪-২ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মধ্য দিয়ে সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবল ও ফুটসাল—উভয় ক্ষেত্রেই নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল।



