সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত বিসিবির

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলের বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সিরিজ এবং ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের প্রয়োজন ও সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে সাকিবকে পুনরায় জাতীয় দলের পরিকল্পনায় রাখার বিষয়ে বোর্ড একমত হয়েছে। ফলে সামনে তার দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবি মনে করছে, সাকিবের অভিজ্ঞতা ও অলরাউন্ড সক্ষমতা এখনও জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিট থাকলে এবং খেলার জন্য উপলব্ধ হলে তাকে দলে রাখতে আগ্রহী বোর্ড।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সাকিব আল হাসানকে তার অ্যাভেইলিবিলিটি ও ফিটনেস সাপেক্ষে নির্বাচক কমিটি বিবেচনায় নেবে।”

আরেক পরিচালক আসিফ আকবর বলেন, “সাকিবের ব্যক্তিগত বিষয় সরকার দেখবে। বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে চেয়েছি। তার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি জানিয়েছেন, চুক্তিতে আগ্রহী ও খেলতে প্রস্তুত।”

বিজ্ঞাপন

Recommended For You