হেলিকপ্টারে এল বিপিএল ট্রফি, শেরে বাংলায় জাঁকজমকপূর্ণ উন্মোচন

বাংলা রিডার ডেস্ক

ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল সাড়ে চারটার একটু পর। মিরপুরের আকাশ চিরে সাদা-কালো রঙে মোড়ানো একটি হেলিকপ্টার নেমে আসে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হেলিকপ্টারটি মাটিতে অবতরণ করার সঙ্গে সঙ্গেই বিপিএলের বহুল প্রত্যাশিত হীরা খচিত ট্রফি হাতে মাঠে নামেন রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটার আকবর আলী ও নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই দুইজনের নেতৃত্বেই এসেছে বড় সাফল্য। সালমা খাতুনের নেতৃত্বে ২০১৮ সালে নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ, আর আকবর আলীর অধিনায়কত্বে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে লাল-সবুজের দল।

লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি দুজনে এনে রাখেন পোডিয়ামে। এরপর ফাইনালের দুই অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী—একসঙ্গে উন্মোচন করেন বিপিএলের নতুন ট্রফি। ট্রফি উন্মোচনের মুহূর্তে স্টেডিয়ামের চারপাশ রঙিন ধোঁয়ায় ছেয়ে যায়, তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠান শেষে বিশেষ গাড়িতে করে মাঠের চারপাশে ঘোরানো হয় ট্রফিটি, যা দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

এবারের বিপিএল শুরুর আগেই আলোচনায় ছিল প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রফি। সাধারণত ফাইনালের আগের দিন ট্রফি উন্মোচন ও অধিনায়কদের ফটোসেশন অনুষ্ঠিত হলেও, এবার ব্যতিক্রমীভাবে ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে সম্পন্ন করা হয় সব আয়োজন।

ট্রফি উন্মোচনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামান্থা পারভেজের পারফরম্যান্সে জমে ওঠে পুরো স্টেডিয়াম। নৃত্য পরিবেশনার পর তানজিন তিশা মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের দৃষ্টি কাড়েন।

৩৩ ম্যাচ ও প্রায় এক মাসের প্রতিযোগিতা শেষে আজ সন্ধ্যা ৬টায় গড়াচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। চলতি আসরে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে, যেখানে দুই জয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম।

প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদীর দল। অতীতে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলের শিরোপা জিতলেও, চট্টগ্রামের কোনো দল এখনো সেই স্বাদ পায়নি। আগের আসরেও ফাইনালে উঠেছিল তারা, তবে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এবার বন্দরনগরীর সামনে রয়েছে ইতিহাস গড়ার আরও একটি সুযোগ।

বিজ্ঞাপন

Recommended For You