নেটিজেনদের কটাক্ষের মুখে হেমা মালিনী

বাংলা রিডার ডেস্ক

বলিউড মেগাস্টার ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে অনেকটাই জনসম্মুখ থেকে দূরে ছিলেন হেমা মালিনী। প্রিয় মানুষকে হারানোর শোক ‘ড্রিম গার্ল’-কে গভীরভাবে নাড়া দিয়েছিল, যা ভক্তদের মনও ছুঁয়েছিল। তবে সম্প্রতি একটি ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চে উপস্থিত হয়ে প্রশংসার বদলে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী।

সম্প্রতি একটি স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন হেমা মালিনী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে এবং হাতে ট্রফি তুলে দিচ্ছেন অভিনেত্রী।

তবে পুরস্কার বিতরণের পুরো সময়জুড়ে তার মুখে কোনো হাসি দেখা যায়নি। গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে দায়িত্ব পালন করায় বিষয়টি নজর কাড়ে দর্শকদের। মঞ্চে এমন অভিব্যক্তি দেখে হতাশা প্রকাশ করেন অনেক নেটিজেন। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় কটাক্ষ ও ট্রলিং।

তবে সমালোচনার পাশাপাশি হেমা মালিনীর পক্ষে দাঁড়িয়েছেন অনেকে। তাদের মতে, স্বামী ধর্মেন্দ্রর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। দীর্ঘ দিনের জীবনসঙ্গীকে হারানোর বেদনা তার আচরণে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা তাদের।

উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর এক আবেগঘন সাক্ষাৎকারে হেমা মালিনী বলেছিলেন, “৫৭ বছর একজন মানুষের সঙ্গে কাটানোর পর তাকে ছাড়া থাকা কল্পনাও করতে পারি না। এই যন্ত্রণা এখনও কাটিয়ে উঠতে পারিনি। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি, কিন্তু সবচেয়ে শক্ত মানুষও কখনো কখনো ভেঙে পড়ে।”

বিজ্ঞাপন

Recommended For You